আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ মেরুতে এক প্রাকৃতিক বিপর্যয়ে মৃত্যু হলো দেড় লাখ পেঙ্গুইনের। গবেষকরা বলছেন, মূলত পেঙ্গুইনের একটি বাসস্থানের চারপাশে বরফখণ্ড ভেসে আসায় সেগুলো আটকে পড়ে এবং খাদ্যাভাবে মারা যায়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে গার্ডিয়ান।
সুস্থভাবে বাঁচার জন্য পেঙ্গুইনদের বাসস্থানের পাশে থাকা প্রয়োজন পর্যাপ্ত খাবারসমৃদ্ধ সাগর। কিন্তু হঠাৎ বরফখণ্ড চারপাশ থেকে ঘিরে ধরায় শুরু হয় পেঙ্গুইনদের খাদ্যাভাব। গবেষকরা মনে করছেন গ্লোবাল ওয়ার্মিংজনিত সমস্যার কারণেই পেঙ্গুইনদের মাঝে এ বিপর্যয় নেমে এসেছে। আরএতেই মৃত্যু হয় বিপুলসংখ্যক পেঙ্গুইনের।
পৃথিবীর সবচেয়ে দক্ষিণের মহাদেশ অ্যান্টার্কটিকা। এটি বিশ্বের শীতলতম ও শুষ্কতম মহাদেশ। এখানে কোনো মানুষের স্থায়ী বসবাস না থাকলেও পেঙ্গুইনের মতো প্রবল শৈত্যের সাথে লড়াই করতে সক্ষম উদ্ভিদ ও প্রাণীই এ মহাদেশে টিকে রয়েছে। পেঙ্গুইন ছাড়াও এখানে রয়েছে সিল, নেমাটোড, টার্ডিগ্রেড, মাইট, বিভিন্ন প্রকার শৈবাল এবং অন্যান্য মাইক্রোঅর্গানিজম এবং তুন্দ্রা উদ্ভিদসমূহ। এসব খেয়েই পেঙ্গুইন বেঁচে থাকে। তবে তাদের এ পরিবেশ অত্যন্ত সংবেদনশীল। গ্লোবাল ওয়ার্মিংসহ মানবসৃষ্ট নানা কারণে আবহাওয়ার সামান্য অদল-বদল হলেই এ অঞ্চলের পেঙ্গুইনসহ নানা প্রাণীর মারাত্মক ক্ষতি হয়। এর প্রমাণ এবার পাওয়া গেল পেঙ্গুইনের সংখ্যাহ্রাসে।