আন্তর্জাতিক ডেস্ক : রুশ বিমান হামলার ছত্রছায়ায় তুরস্কের সীমান্ত সংলগ্ন সিরিয়ার বৃহত্তম শহর আলেপ্পো দখলের পথে প্রসিডেন্ট আসাদের বাহিনী। ইতিমধ্যেই সিরিয়ার সরকারি বাহিনী আলেপ্পোর নিকটবর্তী বিদ্রোহী অধিকৃত এলাকার বেশীরভাগ অংশের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ফেলেছে ।আর এ সাফল্যের পর সরকারি বাহিনী ইসলামিক স্টেটের (আইএস) শক্ত ঘাঁটি রাক্কা প্রদেশ দখলের দিকে নজর দিয়েছে ।
উদ্ভুত পরিস্থিতিতে শনিবার প্রেসিডন্ট আসাদের পক্ষের পরাশক্তি রাশিয়া বলেছে, সিরিয়ায় একটি অস্ত্রবিরতির পরিকল্পনা সফল হওয়ার চেয়ে ব্যর্থ হওয়ার সম্ভাবনাই বেশি।
উল্লেখ্য চলতি সপ্তাহেই সিরিয়ায় অস্ত্রবিরতির পরিকল্পনা নিয়ে জার্মানির মিউনিখে আন্তর্জাতিক পক্ষগুলোর মধ্যে আলোচনা হয়েছে। অস্ত্রবিরতির বিষয়ে পরাশক্তিগুলো প্রাথমিকভাবে সম্মত হলেও রাশিয়ার বিরুদ্ধে ফ্রান্সের অভিযোগে বিভক্তি আবার সামনে চলে এসেছে।
এদিকে বেসামরিক মানুষের উপর বোমা হামলার ফরাসি অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। কিন্তু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরিও সুর মিলিয়েছেন ফরাসিদের সাথে। তিনি অভিযোগ করে বলেছেন, সিরিয়ার বৈধ বিরোধী গোষ্ঠীগুলোর উপর এবং বেসামরিকদের উপর রাশিয়া বোমা ফেলছে । অস্ত্রবিরতি চুক্তির প্রতি শ্রদ্ধা দেখাতে রাশিয়াকে তার লক্ষ্য অবশ্যই পরিবর্তন করতে হবে বলে দাবি জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কেরি।
উল্লেখ্য গত সেপ্টেম্বরে সিরিয়ার গৃহযুদ্ধে রাশিয়া যোগ দেওয়ার পর থেকে পরিস্থিতি পাল্টে যায়। সম্প্রতি জাতিসংঘ সিরিয়া বিষয়ক শান্তি আলোচনা আবার শুরু করার তাগিদ দেওয়ার সময় থেকে লড়াই আরো তীব্র হয়ে ওঠে। যুদ্ধক্ষেত্রে লড়াইয়ের তীব্রতা বাড়ার মুখে চলতি মাসের শুরুতে বিশ্ব সংস্থাটির উদ্যোগে শুরু হওয়া শান্তি আলোচনা শুরুর প্রায় পরপরই স্থগিত হয়ে যায়।
এদিকে গতকালই সিরিয়ার উত্তরাঞ্চলীয় আজাজ শহরে কুর্দি ওয়াইপিজি বেসামরিক বাহিনীর অবস্থান লক্ষ্য করে গোলাবর্ষণ করেছে তুর্কি বাহিনী। ওয়াইপিজি সিরিয়ার যে সকল এলাকাগুলো দখল করেছে সেখান থেকে গোষ্ঠীটির প্রত্যাহার দাবি কর আসছেন তুর্কি প্রধানমন্ত্রী।
অপরদিকে অনেকটা রাশিয়ার চাপেই সিরীয় সম্পর্কে মত পরিবর্তনের পথে আমেরিকা। পরিবর্তীত পরিস্থিতিতে তুরস্ক ও সিরীয় কুর্দিদের মুখোমুখি অবস্থান থেকে পিছিয়ে গিয়ে সিরিয়ার বিশাল অংশ দখল করে রাখা ‘সবার জন্য হুমকি’ আইএসের দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
ওদিকে সিরিয়ায় আইএসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সৌদি আরব স্থল বাহিনী পাঠানোর আগেই আইএস অধিকৃত প্রদেশ রাক্কার দিকে মনোযোগ দিয়েছে সিরীয় সরকারি বাহিনী। উল্লেখ্য গত ২০১৪ সালের পর প্রথমবারের মতো রাক্কার দিকে অগ্রসর হচ্ছে । গত দু'দিনে সিরীয় সেনাবাহিনী হামা ও রাক্কা প্রদেশের মধ্যবর্তী সীমান্তের কয়েকটি অবস্থান দখল করেছে এবং দূর্বার গতিতে আলেপ্পার দিকে এগিয়ে যাচ্ছে । এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট বাশার আল আসাদের অবস্থান আরো শক্ত হয়ে বিদ্রোহীদের পতনের রাস্তা উন্মুক্ত ও প্রশস্ত হল ।