নিউজ ডেস্ক : বিশ্ব ভালবাসা দিবসকে উদযাপন করতে কতো কিছুরই না আয়োজন করা হয়। বিজ্ঞান-প্রযুক্তির এই যুগে দক্ষিণ কোরিয়ার একটি উদ্যোগ এই দিবসটি যেন দিয়েছে ভিন্ন মাত্রা। তারা ২৫ হাজার এলইডি লাইট দিয়ে সাদা গোলাপের সমুদ্র তৈরি করা হয়েছে। বর্তমানে এটি হংকংয়ে অবস্থান করছে।
‘দ্য লাইট রোজ গার্ডেন’ হলো একটি পাবলিক আর্ট ইনস্টলেশন। ২৫ হাজার এলইডি দিয়ে তৈরি করা হয়েছে সাদা গোলাপের সমুদ্র। বর্তমানে এটি বিশ্ব ভ্রমণে বের হয়েছে। এরই অংশ হিসেবে ভালবাসা দিবসে এটি হংকংয়ে অবস্থান করছে।
আয়োজক জুং ইয়ং জিন বলেছেন, সিউলের বাইরে এই বাগানে মানুষের আনাগোনা দেখে তিনি অভিভূত। ২৫ হাজার পানিরোধক এলইডি থেকে বাগানটি তৈরি করা হয়েছে।
তিনি বলেন, এই এলইডি গোলাপ বাগান তৈরির উদ্দেশ্য হচ্ছে পরিবার, বন্ধু, যুগলকে রাতের পার্কের একটি সুন্দর দৃশ্য দেখার সুযোগ করে দেয়া।