আন্তর্জাতিক ডেস্ক : সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আইএসের বিরুদ্ধে যুদ্ধ বিমান মোতায়েন করেছে সৌদিআরব । সৌদি সেনাবাহিনীর একজন জেনারেল বলেছেন সিরিয়ায় ইসলামিক স্টেটের বিরুদ্ধে হামলার জন্য তুরস্কের একটি ঘাঁটিতে সৌদি যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। জেনারেল আহমেদ আল-আসিরি বলেছেন সিরিয়ায় সৈন্য মোতায়েনের প্রয়োজন হবে এবং সৌদি আরব তাতে অংশ নিতে প্রতিজ্ঞাবদ্ধ।
সম্প্রতি ইরাকের সরকারের তরফে জানানো হয়েছিল সৌদি আরব সিরিয়ায় স্থলবাহিনী পাঠাতে প্রস্তুতি নিচ্ছে । সে সময় সৌদি কতৃপক্ষ এ বিষয়ে কোন মতামত দেয়নি ।তবে আজ এই প্রথম সৌদি আরবের পক্ষ থেকে সিরিয়ায় আইএসের বিরুদ্ধে বিমান মোতায়েনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে । জেনারেল আল-আসিরি বলেছে, এখন পর্যন্ত তুরস্কে শুধুই যুদ্ধবিমান পাঠানো হয়েছে, কোনো স্থল সৈন্য এখনও পাঠানো যায়নি। তবে, তিনি বলেন, সৌদি আরব বিশ্বাস করে আইএসের বিরুদ্ধে লড়াইতে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটকে সিরিয়ায় সৈন্য মোতায়েন করতে হবে।