আন্তর্জাতিক ডেস্ক : আজ রোববার নিউজিল্যান্ডে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়েছে।এই ভূমিকম্পে দেশটির পূর্ব উপকূলের ক্রাইস্টচার্চ এলাকা কেঁপে ওঠে। ভূমিকম্পে সমুদ্রতীরবর্তী খাড়া পাহাড় ভেঙে পড়েছে। তবে শহরের বড় কোনো ক্ষতির খবর আসেনি। হতাহতের কথা জানা যায়নি।
নিউজিল্যান্ডে আজকের এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ক্রাইস্টচার্চ শহরের ১৫ কিলোমিটার পূর্বে। আর কেন্দ্রর গভীরতা ছিল ভূমি থেকে ১৫ কিলোমিটার নিচে। কেন্দ্র কাছে হওয়ায় ক্রাইস্টচার্চে ভূকম্পন হয়েছে প্রচণ্ড। নিউজিল্যান্ডের ভূমিকম্প বিষয়ক সংস্থা জিওনেট জানিয়েছে, ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের প্রায় ৪০টি ছোট ভূমিকম্প হয়।
ক্রাইস্টচার্চ এলাকার পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর তাঁদের কাছে আসেনি। তবে ক্ষতির আশঙ্কায় কিছু ভবন থেকে অধিবাসীদের সরিয়ে নেওয়া হয়েছে। ক্রাইস্টচার্চ সিটি কাউন্সিল জানিয়েছে, সমুদ্রের পাশের খাড়া পাহাড় ভেঙে পড়লে ধূলা বড় এলাকাজুড়ে মেঘের মতো ছড়িয়ে পড়ে।
জানা গেছে, এর আগে ২০১১ সালে ক্রাইস্টচার্চ এলাকায় ভূমিকম্পে খাড়া পাহাড় ভেঙে শহরের বড় ক্ষতি হয়। ওই ঘটনায় প্রায় ২০০ মানুষের মৃত্যু হয়েছিল।