আন্তর্জাতিক ডেস্ক : পৃথিবীর সমস্ত দেশের উপর মার্কিন একছত্র আধিপত্যের বিরুদ্ধে আন্তজার্তিক জোট গঠনের পরিকল্পনা করছে রাশিয়া। গত বেশকিছুদিন ধরে ধীরে ধীরে প্রতিটি ক্ষেত্রে তারা আমেরিকার প্রতিপক্ষ হয়ে ওঠার চেষ্টা করে যাচ্ছে। এই মুহুর্তে তুলনামূলক ভাবে অর্থনেতিক দিক থেকে নেতিবাচক অবস্থানে থাকা আমেরিকাও অনেকক্ষেত্রে রাশিয়ার সাথে সংঘাতের পরিবর্তে সমঝোতার পথে হাটছে।
সাম্প্রতিক কালে সিরিয়া ইস্যু সহ বেশ কয়েকটি ক্ষেত্রে বল্গাহীন আমেরিকাকে যথেষ্ট নতজানু মনে করছেন অভিজ্ঞমহল। আমেরিকার এই নতজানু আচরনে তাদের দীর্ঘদিনের পরিক্ষিত বন্ধু সৌদিআরব সহ কয়েকটি মিত্র দেশ অখুশি আমেরিকানদের উপর। এরই মধ্য দেশটির ইনভেস্টিগেটিভ কমিটির পরিচালক আলেক্সান্ডার বাস্ট্রিকিন গত শুক্রবার বলেন, বিশ্ব রাজনীতিতে সব রাষ্ট্রের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে নতুন নীতির দরকার। প্রয়োজনে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
মস্কোয় একটি গোলটেবিল বৈঠকে বাস্ট্রিকিন জোট সম্পর্কে অনেকটা খোলশা করে বলেন, বিশ্ব রাজনীতিতে মার্কিন ও পশ্চিমাদেশগুলোর বিভিন্ন স্বৈতান্ত্রিক সিদ্ধান্তের বিরুদ্ধে নতুন শক্তি হবে এই জোট । তিনি বলেন, মার্কিন রাজনৈতিক আধিপত্য মূলত দেশটির শক্তিশালি অর্থনৈতিক অবস্থার ওপর নির্ভরশীল। বিশ্ব অর্থনীতিতে অনিয়ন্ত্রিত ডলার প্রবেশের মাধ্যমে ওয়াশিংটন প্রভাব বিস্তার করছে। সব ক্ষেত্রে মার্কিন প্রভার কমাতে নব গঠিত বিশ্ব জোটকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও বিনিময় হিসেবে ডলার ব্যবহার করা থেকে পর্যায়ক্রমে বের হতে হবে বলে মন্তব্য করেন তিনি।
বিশ্ববাজারে জ্বালানি পণ্যের দাম কমিয়ে মার্কিন ডলারের অনিয়ন্ত্রিত সম্প্রসারণ ওয়াশিংটন ও তার মিত্রদেশগুলোকে শক্তিশালী করছে। যুক্তরাষ্ট্র মস্কোর বিরুদ্ধে 'হাইব্রিড যুদ্ধে' নেমেছে বলে মন্তব্য করেন আলেক্সান্ডার বাস্ট্রিকিন ।