নিউজ ডেস্ক : অবৈধ বাংলাদেশীদের ফেরত পাঠাতে চায় ব্রিটেন। এর প্রক্রিয়া নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করেছেন ব্রিটেনের অভিবাসন বিষয়ক মন্ত্রী জেমস ব্রোকেনশায়ার। ব্রিটিশ মন্ত্রী জাল কাগজপত্র দিয়ে মানবপাচার ও অবৈধ অভিবাসন ঠেকাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্ষমতা সরেজমিন পরিদর্শন করেছেন।
উল্লেখ্য বৃটেনে প্রায় পাঁচ লাখ বাংলাদেশী থাকেন, যাদের অধিকাংশ গেছেন সিলেট অঞ্চল থেকে। অনেক বাংলাদেশীর পাসপোর্ট ও ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। তাদেরকে অবৈধ হিসাবে চিহ্নিত করে ফেরত পাঠানোর উপায় খুঁজছে ব্রিটেন। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরন সরকার ক্ষমতায় আসার পর থেকেই অভিবাসনের বিরুদ্ধে কঠোর সব পদক্ষেপ নিতে শুরু করেছে দেশটি।