আন্তর্জাতিক ডেস্ক : সৌদিআরবের কড়া হুঁশিয়ারি দিল ইরাক। আজ ইরাকের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটির সদস্য আদনান আল আসাদি বলেছেন, ইরাকের আকাশসীমায় প্রবেশ করলেই সৌদি বিমান ভূপাতিত করা হবে। সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ ইরাক সীমান্তে সামরিক মহড়া চালাবে বলে খবর প্রকাশিত হওয়ার পর তিনি এ হুঁশিয়ারি দিলেন।
আদনান আল আসাদি আরও বলেছেন, “আমাদের সীমান্তে সৌদি সামরিক বাহিনীর তৎপরতা নজরদারি করতে একদল ইরাকি সেনা মোতায়েন করা হয়েছে। তারা সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছে।” আদনান আল আসাদি আরও বলেছেন, মহড়া চলাকালে ইরাকের আকাশসীমা লঙ্ঘনের ঘটনা ঘটলে সৌদি বিমান ভূপাতিত করা হবে।
উল্লেখ্য গত সপ্তাহে ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছিল, ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘন করা হলে সৌদি সেনাদের গোরস্তানে পাঠানো হবে। ইরাক সীমান্তে সৌদি নেতৃত্বে যে মহড়া শুরুর কথা রয়েছে, তাতে সৌদি আরবের সঙ্গে আরও ২৫টি দেশের সেনাবাহিনী অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে।