আন্তর্জাতিক ডেস্ক : জাকার্তার হামলাকারীদের পুলিশ সনাক্ত করতে সক্ষম হয়েছে। এদের মধ্যে দুজন জঙ্গি হিসেবে আগেই অভিযুক্ত হয়েছিলেন। খবর বিবিসির। উল্লেখ্য ইনদোনেশিয়ার রাজধানী জাকার্তায় জঙ্গি হামলায় গত বৃহস্পতিবার ছয়টি স্থানে বিস্ফোরণ ও গোলাগুলি হয়। দ্রুত পুলিশী পদক্ষেপ নেওয়ার কারনে এ হামলায় পাঁচ হামলাকারীসহ অন্তত সাতজন নিহত হন। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) আনুষ্ঠানিকভাবে এ হামলার দায় স্বীকার করে।
হামলার পর দেশটিতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বিদেশী নাগরিকদের চলাচল ও গতিবিধির উপর চলছে নজরদারি। দেশটির পুলিশ প্রধান বলেছেন, এই হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতদের মধ্যে দুই হামলাকারী এর আগেও একই ধরনের হামলার সঙ্গে জড়িত ছিলো বলে ধারনা করছেন তারা ।