আন্তর্জাতিক ডেস্ক : উওর কোরিয়ার প্রেসিডন্ট কিমকে কড়া বার্তা দিলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন হাই । উত্তর কোরিয়ার উদ্দেশ্যে তিনি বলেছেন সময় এসেছে উওর কোরিয়াকে কঠোর ভাবে মোকাবেলা করার। তিনি পিয়ংইয়ংকে পরমাণু অস্ত্র কর্মসূচি থেকে সরিয়ে আনতে নতুন ধরনের মৌলিক পদক্ষেপ নেয়ার আহ্বানও জানিয়েছেন।
দক্ষিন কোরিয়ার জাতীয় সংসদে (ন্যাশনাল এসেম্বলি) আজ মঙ্গলবার প্রদত্ত ভাষণ তিনি আরো বলেন, উত্তর কোরিয়ার প্রতিবেশী ও দেশটির মূল লক্ষ্যবস্তু হওয়ায় উস্কানিমূলক পরমাণু কর্মসূচির জন্যে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে অবরোধ আরোপে অবশ্যই সিউলকেই মূখ্য ভূমিকা নিতে হবে।
উল্লেখ্য পিয়ংইয়ংয়ের আগ্রাসীমূলক কর্মকান্ডের জবাবে যৌথ শিল্পাঞ্চল কায়েসং বন্ধের নজিরবিহীন সিদ্ধান্তের এক সপ্তাহ পর পার্ক ন্যাশনাল এসেম্বলিতে এ ভাষণ দিলেন। পার্ক বলেন, বর্তমান উপায়ে এবং সদিচ্ছা দিয়ে আমরা উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত করতে পারবো না এ বিষয় এখন পরিস্কার। তাই এ বিষয়ে বাস্তব পরিবর্তন আনতে দরকার মৌলিক সমাধান এবং সাহসী পদক্ষেপ ও তার বাস্তবায়ন।
উত্তর কোরিয়ার নেতা কিমের আচরনে কার্যত দুশচিনতা গ্রস্থ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন হাই বলেন, কোন সমাধান ছাড়াই সময় চলে গেলে কিম জং উনের নেতৃত্ব পরমাণু ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে পারে এবং এর ফলে আমাদেরকে দুর্দশায় পড়তে হবে। উল্লেখ্য, সপ্রতি উত্তর কোরিয়া সম্প্রতি দূর পাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। কিমের সরকার এটাকে যতই সাধারন রকেট পরীক্ষা বলুক না কেন দক্ষিন কোরিয়া দৃঢ়তার সাথে মনে করছে আসলে এটি ছিল কিমের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা।