News71.com
 International
 17 Feb 16, 01:26 AM
 1020           
 0
 17 Feb 16, 01:26 AM

দক্ষিন চীন সাগরের বিরোধপূর্ন এলাকায় চীনের ক্ষেপনাস্ত্র মোতায়েন ।।

দক্ষিন চীন সাগরের বিরোধপূর্ন এলাকায় চীনের ক্ষেপনাস্ত্র মোতায়েন ।।

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ চীন সাগরের একটি দ্বীপে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে চীন। এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সংবাদমাধ্যম । জানাগেছে দক্ষিণ চীন সাগরের বিতর্কিত পার্সলেস দ্বীপপুঞ্জের উডি আইল্যান্ডে ওই ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে চীন। উল্লেখ্য গত সপ্তাহে দক্ষিন চীন সাগরে ভারত ও আমেরিকা যৌথ নৌবাহিনীর টহলের সিদ্ধান্ত নিয়েছে। ধারনা করা হচ্ছে ভাত-আমেরিকার নৌ বাহিনীর এই যৌথ টহলের ঘোষনা আসার পর পাল্টা ব্যবস্হা হিসেবে চীনের এই ক্ষেপনাস্ত্র মোতায়েন।

এমন এক সময় চান দক্ষিন চান সাগরের দ্বীপে ক্ষেপনাস্ত্র মোতায়েন করল তিনি দক্ষিণ চীন সাগরের ওই অঞ্চলটির স্থিতিশীলতা বজায় রাখার জন্য আগ্রহী পক্ষগুলোর উত্তেজনা কমিয়ে আনার লক্ষ্যে কাজ করা উচিত বলেও মত প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র,ভারত সহ বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। ভারত ও যুক্তরাষ্ট্র তো এই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠায় যৌথ নৌ টহলের ঘোষনা দিয়েছে। এমন সময় দক্ষিন চীন সাগরের এই বিরোধপূর্ন এলাকায় আগ বাড়ীয়ে চীনের ক্ষেপনাস্ত্র মোতায়েন উত্তেজনার পারদ অনেক বাড়িয়ে দিবে। পেন্টাগনের এক কর্মকর্তা জানিয়েছেন তাদের কাছে চীনের ওই অঞ্চলে ক্ষেপণাস্ত্র মোতায়েনের খবরটি নিশ্চিত করেছেন।

ইমেজস্যাট ইন্টারন্যাশনাল বা আইএসআই’এর তোলা ছবিতে দেখা গেছে চীন এ ক্ষেপণাস্ত্রের দুইটি ব্যাটারি উডি দ্বীপে মোতায়েন করেছে। দুই ব্যাটারিতে আটটি ক্ষেপণাস্ত্র লাঞ্চার এবং রাডার সিস্টেমও রয়েছে। এমন এক সময়ে চীনের এই ক্ষেপণাস্ত্র মোতায়েনের খবর প্রকাশিত হল যখন ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর এক সম্মেলনে ওই অঞ্চলে উত্তেজনা হ্রাসে বেইজিংয়ের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

উল্লেখ্য দক্ষিণ চীন সাগরের বিতর্কিত এলাকাগুলোকে নিজ দেশের অন্তর্ভুক্ত বলে দাবি করে থাকে চীন। পাশাপাশি একই যায়গার দাবিদার ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া, ব্রুনাই ও তাইওয়ান। বিরোধপূর্ণ এসব এলাকা হলো হচ্ছে দক্ষিন চীন সাগরের স্পার্টলি, পারাসেল, প্রাসাটাস এবং স্কেয়ারবোরো দ্বীপপুঞ্জ।

এই আঞ্চলিক বিরোধে বরাবরই চীনের বিরুদ্ধে ফিলিপাইন, জাপান ও তাইওয়ানের পক্ষ নিয়ে থাকে যুক্তরাষ্ট্র। গত মাসের ৩০ তারিখে পারাসেল দ্বীপপুঞ্জের ট্রিটন দ্বীপের ১২ নটিক্যাল মাইলের মধ্য দিয়ে উইলবার অতিক্রম করেছে মার্কিন ক্ষেপণাস্ত্রবাহী রণতরী ইউএসএস কার্টিস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন