News71.com
 International
 17 Feb 16, 01:37 AM
 784           
 0
 17 Feb 16, 01:37 AM

ফ্রান্সের জরুরি অবস্থার মেয়াদ বাড়লো আগামী ২৬ মে পর্যন্ত ।।

ফ্রান্সের জরুরি অবস্থার মেয়াদ বাড়লো আগামী ২৬ মে পর্যন্ত ।।

নিউজ ডেস্ক : ফ্রান্সের জরুরি অবস্থা জারির মেয়াদ আরো তিন মাস বাড়িয়েছে দেশটির আইনসভা । ফলে দেশটিতে ২৬ মে পর্যন্ত এই অবস্থা বহাল রাখার সুযোগ পাচ্ছে প্রেসিডেন্ট ফাঁসোয়া ওঁলাদে। গত ১৩ নভেম্বর প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলায় কমপক্ষে ১৩০ জন নিহত হওয়ার পর জনগণের নিরাপত্তার খাতিরে দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। উল্লেখ্য আজ নিয়ে ইতিমধ্যে দু বার পার্লামেন্ট এই জরুরি অবস্হার মেয়াদ বাড়ানো হল।

মঙ্গলবার দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলিতে জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধির ওপর এক ভোটাভুটি অনুষ্ঠিত হয়। পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্য অর্থাৎ ২১২ জন প্রস্তাবের পক্ষে ভোট দেন। বিপক্ষে ভোট দেন ৩১ জন এবং ভোটদানে বিরত ছিলেন আরো তিনজন। এর ফলে আগামী ২৬ মে পর্যন্ত দেশটিতে জরুরি অবস্থা বহাল থাকার বিষয়ে নিশ্চিত হলেন প্রেসিডেন্ট ওঁলাদে। এর মাত্র একদিন আগে পার্লামেন্টর উচ্চকক্ষ সিনেটে মেয়াদ বৃদ্ধির এ প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছিল।

তবে আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠীগুলো ফরাসি সরকারের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন। গত কয়েক দিন আগে এই জরুরি অবস্থার তুলে নেয়ার দাবিতে সোচ্চার হয়েছিল মুক্তমনা ফরাসি জনগণের একাংশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন