আন্তর্জাতিক ডেস্কঃ বিমানে যান্ত্রিক ত্রুটির কারনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার প্রতিনিধিদলকে আরও এক রাত ভারতে থাকতে হয়েছে। উড্ডয়নের প্রাক্কালে কানাডার প্রধানমন্ত্রীকে বহনকারি বিমানে যান্ত্রিক সমস্যা দেখা দেয়ার কারণে রোববার (১০ সেপ্টেম্বর) নয়াদিল্লি ছাড়তে পারেননি কানাডার প্রধানমন্ত্রী। দ্যা গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কানাডার সশস্ত্র বাহিনীর বরাত দিয়ে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে, প্রধানমন্ত্রীকে বহনকারী সিএফসি-০০১ উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। আর এই সমস্যা রাতারাতি সমাধান করা সম্ভব না। এ কারণে বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত আমাদের প্রতিনিধি দল ভারতে অবস্থান করবে।
এদিকে সূত্রের বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, গতকাল রোববার স্থানীয় সময় রাত ৮টায় জাস্টিন ট্রুডোর নয়াদিল্লি ত্যাগ করার কথা ছিল। এর আগে গত শুক্রবার (৮ সেপ্টেম্বর) জাস্টিন ট্রুডো জি২০ সম্মেলনে যোগ দিতে ভারতের রাজধানীতে পৌঁছান। প্রতিবেদনে আরও বলা হয়, ট্রুডো এবং তার প্রতিনিধি দলকে বহনকারী এয়ারবাসে এবারই প্রথম যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে বিষয়টি সেরকম নয়। কানাডার সংবাদমাধ্যম সিটিভি নিউজের মতে, ২০১৬ সালের অক্টোবরে কানাডার প্রধানমন্ত্রীকে বহনকারী একটি বিমান উড্ডয়নের ৩০ মিনিট পর অটোয়ায় ফিরে আসতে বাধ্য হয়। এ সময় ট্রুডোকে বহনকারী বিমানটি যান্ত্রিক সমস্যা দেখা দিলে পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন।