News71.com
 International
 17 Feb 16, 03:36 AM
 885           
 0
 17 Feb 16, 03:36 AM

জাতিসংঘের সাবেক প্রধান বুট্রোস ঘালি আর নেই ।। বিশ্ব নেতাদের শোকপ্রকাশ

জাতিসংঘের সাবেক প্রধান বুট্রোস ঘালি আর নেই ।। বিশ্ব নেতাদের শোকপ্রকাশ

নিউজ ডেস্ক : জাতিসংঘের সাবেক মহাসচিব বুট্রোস বুট্রোস ঘালি আর নেই। তিনি মঙ্গলবার মিশরের রাজধানী কায়রোতে পরলোকগমন করেন। মৃত্যুতালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।১৯৯২ সালে আফ্রিকা থেকে প্রথমবারের মত জাতিসংঘের মহাসচিব হন মিশরীয় এ কূটনীতিক । তবে পাঁচ বছর পর অপ্রত্যাশিতভাবে তার মেয়াদ শেষ হয়। কারণ যুক্তরাষ্ট্র তার দ্বিতীয় মেয়াদের মহাসচিব পদের বিরুদ্ধে ভেটো দেয়।জাতিসংঘ মহাসচিব বান কি-মুন তাকে শ্রদ্ধাভাজন রাষ্ট্রনায়ক ও আন্তর্জাতিক আইনের বিশেষজ্ঞ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘জাতিসংঘে তার অঙ্গীকার ছিল প্রশ্নাতীত। তিনি সংস্থায় যে চিহ্ন রেখে গেছেন তা অমোচনীয়।’সোমালিয়া, রুয়ান্ডা, মধ্যপ্রাচ্য ও সাবেক যুগোস্লাভিয়ায় যখন কঠিন সময় চলছিল ঠিক তখনই মিশরের সাবেক পররাষ্ট্র মন্ত্রী বুট্রোস ঘালি জাতিসংঘ প্রধানের দায়িত্ব নেন।ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, এই মহান মিশরীয় ও জাতিসংঘের মহান সেবক বিশ্বব্যাপী সংঘাত বন্ধ ও শান্তি রক্ষায় নিরলস কাজ করেছেন।ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী ফিলিপ হ্যামন্ড বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বুট্রোস-ঘালির অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কূটনীতিকরা বুট্রোস ঘালির স্মরণে কয়েক মুহূর্ত নীরবতা পালনের মধ্য দিয়ে নিউইয়র্কে বৈঠক শুরু করেন।জাতিসংঘের ৬ষ্ঠ মহাসচিব ছিলেন বুট্রোস ঘালি। তিনি ১৯২২ সালের ১৪ নভেম্বর কায়রোর একটি কপটিক খ্রীস্টান পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি কায়রো বিশ্ববিদ্যালয় ও প্যারিসে পড়াশোনা করেন। ফ্রান্সের সঙ্গে তার সম্পর্ক ছিল আজীবনের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন