News71.com
 Literature
 01 Jun 16, 07:17 PM
 2767           
 0
 01 Jun 16, 07:17 PM

সোস্যাল মিডিয়াতে সবচেয়ে বেশিবার শেয়ার হওয়া ছোট প্রেমের গল্প

সোস্যাল মিডিয়াতে সবচেয়ে বেশিবার শেয়ার হওয়া ছোট প্রেমের গল্প

সাহিত্য ডেস্ক: 'পানিতে ভিজলেই সর্দি হত মেয়েটার। তাই আজও বর্ষায় ওর কবরের পাশে ছাতা নিয়ে বসে থাকে বয়ফ্রেন্ড। না, ওর আর সর্দি হয় না।' এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি শেয়ার হওয়া ছোট প্রেমের গল্প। ছোট্ট এই গল্পটাকে সেরার অ্যাখা দিল ''শেয়ার অ্যান্ড ভাইরাল'' নামের এক ম্যাগাজিন।

গল্পটি লেখেন ২১ বছরের এক স্প্যানিশ মেয়ে, নাম তার এলেনা দাভেজা । লেখিকা যখন এই গল্পটি লেখেন তখন তার সদ্য ব্রেক আপ হয়েছে। বাইরে তখন খুব বৃষ্টি হচ্ছিল । হঠাৎই দাভেজার মাথায় আসে এই গল্পের কথা।

ছলছলে চোখে দাভেজা ফেসবুকে এই গল্পটি তার নিজের টাইমলাইনে পোস্ট করেন। ব্যস, সেই থেকে শুরু। এরপর এই গল্পটি বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়তে শুরু করে। সিমানার বেড়াজাল টপকে ছোট্ট এই প্রেমের গল্পটা মানুষের মনে জায়গা করে নিয়েছে। আর তাই শুরু হয় শেয়ারের পালা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন