News71.com
 Literature
 25 Jan 21, 07:44 PM
 852           
 0
 25 Jan 21, 07:44 PM

এবার ১৮ মার্চ থেকে শুরু হবে অমর একুশে বইমেলা॥

এবার ১৮ মার্চ থেকে শুরু হবে অমর একুশে বইমেলা॥

সাহিত্য ডেস্কঃ অমর একুশে বইমেলা শুরু হবে আগামী ১৮ মার্চ থেকে ৷ কতদিন এ মেলা চলবে সেটা প্রকাশকদের সঙ্গে কথা বলে নির্ধারণ করা হবে। এ তথ্য নিশ্চত করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। আজ সোমবার তিনি জানান, করোনা পরিস্থিতির কারণে বইমেলা পিছিয়ে দেওয়ার পর তিনটি সম্ভাব্য তারিখ দিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছিল। এর মধ্য ছিল ২০ ফেব্রুয়ারি, ১৭ মার্চ ও ২৭ মার্চ। এর মধ্যে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ১৮ মার্চ মেলা শুরুর ব্যাপারে গ্রিন সিগনাল পাওয়া গেছে। সে অনুসারে প্রস্তুতি শুরু করতে বলা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন ভার্চুয়ালি মেলার উদ্বোধন করবেন।

এ ব্যাপারে আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী জানান, আগামী ১৮ মার্চ থেকে অমর একুশে বইমেলা শুরু হবে৷ তবে কবে মেলা শেষ হবে সে বিষয়ে আমরা প্রকাশকদের সাথে আলাপ করে সিদ্ধান্ত নেব। আমাদের ইচ্ছা আছে ১৪ এপ্রিল পয়লা বৈশাখ পর্যন্ত বইমেলার আয়োজন করা হবে। এ নিয়ে কোনো আপত্তি এলে রমজান মাস শুরুর আগের দিন মেলার সমাপনী হতে পারে। প্রকাশকদের সঙ্গে আলোচনা করে কত দিন মেলা চলবে, সেটি ঠিক করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন