নিউজ ডেস্কঃ গাজিপুরে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ হওয়া কৌতুক অভিনেতা আবু হেনা রনি ও পুলিশ সদস্য জিল্লুর রহমানকে দেখতে শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়েছেন পুলিশ প্রধান (আইজিপি) বেনজির আহমেদ। সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সেখানে যান তিনি।এ সময় বার্ণ ইনস্টিটিউটে রনি ও পুলিশ সদস্যের চিকিৎসার খোঁজ খবর নেন আইজিপি এবং কিছুক্ষণ তাদের পাশে অবস্থান করেন। তার সঙ্গে ছিলেন বার্ণ ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেনসহ অন্যান্য চিকিৎসকরা।