News71.com
 Bangladesh
 28 May 24, 11:58 PM
 45           
 0
 28 May 24, 11:58 PM

৩৫ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল শুরু॥

৩৫ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল শুরু॥


নিউজ ডেস্কঃ রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে টানা ৩৫ ঘণ্টা বন্ধ থাকার পর আবহাওয়া পরিস্থিতি অনুকূলে আসায় আজ মঙ্গলবার (২৮ মে) সকাল সাড়ে ৯টা থেকে এই নৌপথে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে গত রবিবার (২৬ মে) দুপুর থেকে পদ্মা নদীর পানি উত্তাল হতে শুরু করে।পরে নৌচলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় দুর্ঘটনা এড়াতে ওই দিন রাত সাড়ে ৯টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি সার্ভিস বন্ধ ঘোষণা করে বিআাইডাব্লিউটিসি। ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাটে আটকা পড়ে রাজধানীমুখী বিভিন্ন পণ্যবোঝাই কয়েকশ ট্রাক ও কাভার্ড ভ্যান। টানা ৩৫ ঘণ্টা বন্ধের পর আবহাওয়া পরিস্থিতি অনুকূলে এলে মঙ্গলবার (২৮ মে) সকাল সাড়ে ৯টা থেকে এই নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন