News71.com
 Bangladesh
 29 May 24, 12:18 AM
 58           
 0
 29 May 24, 12:18 AM

ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড সুন্দরবন॥ এপর্যন্ত ৩৯ মৃত হরিণ উদ্ধার

ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড সুন্দরবন॥ এপর্যন্ত ৩৯ মৃত হরিণ উদ্ধার


নিউজ ডেস্কঃ ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে সুন্দরবন। একটানা ৩৬ ঘণ্টা ধরে চলা এই ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে সুন্দরবনের বন্যপ্রাণী, গাছ-পালাসহ অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সুন্দরবনে উদ্ধার হয়েছে ৩৯টি মৃত হরিণ।সুন্দরবনের বন ও নদী-খাল ছাড়াও লোকালয়ের কাছে নদীতেও ভেসে আসছে মৃত হরিণ। এখন সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে বন্যপ্রাণীর লাশের সংখ্যা। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ওয়ারলেস ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়ায় খোদ বন বিভাগের হাতেও নেই উদ্ধার হওয়া মৃত বন্যপ্রাণীর সংখ্যা।মঙ্গলবার দুপুর পর্যন্ত বন বিভাগের দেওয়া তথ্যমতে, ৩৯টি মৃত হরিণ উদ্ধার করে মাটি চাপা দেওয়া হয়েছে। এই সময়ে আহত ১৭টি হরিণকে উদ্ধার করে চিকিৎসা দিয়ে বনে অবমুক্ত করা হয়েছে। ঘূর্ণিঝড় পরবর্তী প্রথম দিনে সুন্দরবনের বিভিন্ন নদী ও চর থেকে এসব হরিণ উদ্ধার করা হলেও সময়ের অভাবে বনের অভ্যন্তরে তল্লাশি শুরু করতে পারেনি বন বিভাগ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন