News71.com
 Bangladesh
 30 Jun 24, 09:24 AM
 56           
 0
 30 Jun 24, 09:24 AM

ঈদের পর ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ২৮ হাজার কোটি টাকা॥

ঈদের পর ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ২৮ হাজার কোটি টাকা॥


নিউজ ডেস্কঃ বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন বেড়েছে সাড়ে ১৭ হাজার কোটি টাকার বেশি। আগের সপ্তাহে বাজার মূলধন বেড়েছে ১০ হাজার কোটি টাকার ওপরে। এতে ঈদের পর লেনদেন হওয়া মাত্র সাত কার্যদিবসেই ডিএসইর বাজার মূলধন প্রায় ২৮ হাজার কোটি টাকা বেড়েছে। সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে চার কার্যদিবসেই সূচকের বড় উত্থান হয়েছে। বেড়েছে অধিকাংশ কোম্পানিরই শেয়ারদর। সপ্তাহজুড়ে এই বাজারে লেনদেনকৃত মোট কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩০০টির, কমেছে ৬৪টির। আর অপরিবর্তিত রয়েছে ৩২টির দর। এতে সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬১ হাজার ৫০৮ কোটি টাকা, যা গত সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৬ লাখ ৪৩ হাজার ৬৪৯ কোটি টাকা। অর্থাত সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১৭ হাজার ৮৫৯ কোটি টাকা। আগের সপ্তাহে লেনদেন হওয়া দুই কার্যদিবসে বাজার মূলধন বাড়ে ১০ হাজার ৫৬ কোটি টাকা। ফলে ঈদের পর লেনদেন হওয়া ৭ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২৭ হাজার ৯১৫ কোটি টাকা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন