News71.com
 Bangladesh
 01 Jul 24, 09:32 AM
 53           
 0
 01 Jul 24, 09:32 AM

কোন আসন ফাঁকা রেখে বিমান উড়বে না॥ নতুন এমডি

কোন আসন ফাঁকা রেখে বিমান উড়বে না॥ নতুন এমডি


নিউজ ডেস্কঃ আসন ফাঁকা রেখে বিমান উড়বে না বলে মন্তব্য করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. জাহিদুল ইসলাম ভূঞা। গতকাল রবিবার কুর্মিটোলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বলাকা কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। জাহিদুল ইসলাম বলেন, ‘যাত্রীদের অভিযোগ অনলাইনে বিমানের টিকিট পাওয়া যায় না। আবার আসন ফাঁকা রেখে বিমান যাত্রী পরিবহন করে। আমি বিমানের দায়িত্ব পাওয়ার পর এ সমস্যা সমাধান বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছি। ডিজিটালের পূর্ণ সুবিধা ব্যবহার করে যাত্রীদের সেবা দিতে চাই।’

বিমানের নতুন এমডি জানান, ‘আগামী ১০ বছরের মধ্যে নতুন ৩২টি এয়ারক্রাফট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত করা হবে। উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস এবং বোয়িং কোম্পানির কাছ থেকে এসব উড়োজাহাজ কেনা হবে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের বিষয়ে বিমান এমডি বলেন, ‘বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের জন্য প্রস্তুত। বিমান ৫২ বছর ধরে এ কাজ করছে। বিভিন্ন দেশের অধিকাংশ বিমানবন্দরে যারা ন্যাশনাল ক্যারিয়ার বা তাদের সিস্টার্স কনসার্ন, তারাই দায়িত্ব পালন করে। সেই হিসেবে বিমান এটা দাবি করে। সেই হিসেবে আমরা আশাবাদী।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন