News71.com
 Bangladesh
 03 Jul 24, 09:50 AM
 30           
 0
 03 Jul 24, 09:50 AM

সাগর–রুনি হত্যার তদন্ত শেষ না হওয়া বিচার ব্যবস্থার সঙ্গে উপহাস॥ হাইকোর্ট

সাগর–রুনি হত্যার তদন্ত শেষ না হওয়া বিচার ব্যবস্থার সঙ্গে উপহাস॥ হাইকোর্ট

 

নিউজ ডেস্কঃ দীর্ঘ ১২ বছরেও সাংবাদিক দম্পতি সাগর–রুনি হত্যার তদন্ত শেষ না হওয়ায় এটি ফৌজদারি বিচার ব্যবস্থার সঙ্গে উপহাস বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। আসামিদের কনডেম সেলে রাখার বিধান চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের পূর্ণাঙ্গ রায়ে এমন পর্যবেক্ষণ দিয়েছেন বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের বেঞ্চ। গত ১৩ মে দেওয়া ওই রায়ের ৬৫ পৃষ্ঠার পূর্ণাঙ্গ অনুলিপি আজ মঙ্গলবার প্রকাশিত হয়েছে। হাইকোর্ট রায়ের পর্যবেক্ষণে বলেন, ‘১২ বছরেও সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে না পারা আমাদের ফৌজদারি বিচার ব্যবস্থার সঙ্গে ক্রমাগত উপহাস। সে কারণে এটি এখনো বিচারের আলো দেখতে পারেনি। এটি বিচার ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে।’


রায়ে বলা হয়, ‘আমাদের দেশে হত্যার বিচার হতে কখনো কখনো ২০ বছরের বেশি সময় লাগে। এ ধরনের হত্যাকাণ্ডকে যদি কোনো রাজনৈতিক রং দেওয়া হয়, তাহলে এর চেয়েও বেশি সময় লাগতে পারে। উদাহরণস্বরূপ বঙ্গবন্ধু হত্যা মামলার এফআইআর দায়ের করা যায়নি ২১ বছরের বেশি সময় ধরে।’ রায়ে হাইকোর্ট কারাগারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে কনডেম সেল থেকে বন্দীদের সাধারণ কারাগারে স্থানান্তরের জন্য শিগগির ব্যবস্থা নেওয়ার এবং দুই বছরের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন