News71.com
 Bangladesh
 07 Jul 24, 06:55 PM
 54           
 0
 07 Jul 24, 06:55 PM

সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবীতে রাজধানীর আরও সাত স্থানে আন্দোলন॥

সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবীতে রাজধানীর আরও সাত স্থানে আন্দোলন॥

 

নিউজ ডেস্কঃ রাজধানীর শাহবাগ ছাড়াও আরও সাত স্থানে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির ঘোষণা দিয়েছেন কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। রোববার (৭ জুলাই) এ ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমম্বয়ক সারজিস আলম। তিনি বলেন, হাইকোর্ট কর্তৃক প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটাসহ ৫৬ শতাংশ কোটা পুনর্বহালের আদেশের বিরুদ্ধে এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে শাহবাগ ছাড়াও আরও সাতটি স্থানে অবরোধ করা হবে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের অমর একুশে হল, শহীদুল্লাহ্ হল ও ফজলুল হক মুসলিম হল, বোরহান উদ্দিন ডিগ্রি কলেজ, ও বদরুন্নেসা সরকারি কলেজের শিক্ষার্থীরা চানখারপুলে অবস্থান নেবেন। এ ছাড়া ঢাকা কলেজ, সিটি কলেজ ও ইডেন মহিলা কলেজ নীলক্ষেত ও সাইন্সল্যাব মোড় অবস্থান নেবেন। ঢাবি শিক্ষার্থীদের একাংশ ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এবং শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগারগাঁও মোড়ে অবস্থান নেবেন। এ ছাড়া তিতুমীর কলেজের শিক্ষার্থীরা মহাখালীতে রাস্তা অবরোধ করবেন। শিক্ষার্থীদের দাবিগুলো

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন