News71.com
 Bangladesh
 09 Jul 24, 08:34 AM
 65           
 0
 09 Jul 24, 08:34 AM

রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে আহতদের চিকিৎসা ব্যয় বহন করবে সরকার॥ স্বাস্থ্যমন্ত্রী

রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে আহতদের চিকিৎসা ব্যয় বহন করবে সরকার॥ স্বাস্থ্যমন্ত্রী

 

নিউজ ডেস্কঃ বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর অসুস্থ দুজনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আহত দুজনের কেউই শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। সোমবার সকালে বগুড়ায় রথযাত্রায় আহতদের দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী। এসময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। গতকাল বিকেলে বগুড়া শহরে রথযাত্রা চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচ জন নিহত ও ৪১ জন আহত হন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'আমি রোগীদের স্বজনদের সঙ্গে কথা বলেছি। আমি তাদের আশ্বস্ত করতে চাই যে আমরা আমাদের সর্বাত্মক চেষ্টার মাধ্যমে তাদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করব।' আহতদের চিকিৎসার যাবতীয় খরচ সরকার বহন করবে। রথযাত্রায় যে দুর্ঘটনা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক। আহতদের অনেকেই স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।আমি বগুড়া হাসপাতাল ও বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করছি। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে বগুড়া হাসপাতালের পরিচালক ও বগুড়ার সিভিল সার্জনকে নির্দেশ দেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন