নিউজ ডেস্কঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনসংলগ্ন এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশের সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের জবাবে ইটপাটকেল নিক্ষেপ করেছেন শিক্ষার্থীরা। টানা দুই ঘণ্টার সংঘর্ষে অন্তত ৭০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। তারা সাভারের এনাম মেডিক্যাল কলেজে চিকিৎসা নিচ্ছেন। বুধবার (১৭ জুলাই) বিকেল ৫টার দিকে এই সংঘর্ষের শুরু। শিক্ষার্থীরা বটতলা নামক স্থানের সামনে অবস্থান নেন। বিপুলসংখ্যক পুলিশ রেজিস্ট্রার ভবনের কাছে অবস্থান নেয়।
টানা দুই ঘণ্টার সংঘর্ষের পর সন্ধ্যা ৭টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শিক্ষার্থীরা হল বন্ধের ঘোষণা প্রত্যাখ্যান করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান নেন। এতে উপাচার্যসহ প্রশাসনের অনেকেই অবরুদ্ধ হয়ে যান। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ শিক্ষার্থীদের ওপর একের পর এক সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ।