News71.com
 Bangladesh
 26 Jul 24, 08:16 PM
 51           
 0
 26 Jul 24, 08:16 PM

বাংলাদেশ পরিস্থিতির ওপর নজর রাখছে কানাডা॥

বাংলাদেশ পরিস্থিতির ওপর নজর রাখছে কানাডা॥

 

নিউজ ডেস্কঃ কোটা সংস্কারে শিক্ষার্থীদের আন্দোলনের সময়ে বাংলাদেশের জনগণ যে সহিংসতার শিকার হয়েছে, তাতে কানাডা হতবাক হয়েছে। ঢাকায় কানাডার হাইকমিশন এক বিবৃতিতে এ কথা বলেছে। সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের সবার জন্য বিচার ব্যবস্থায় যথাযথ প্রক্রিয়া নিশ্চিত করার তাগিদ দিয়ে দেশটি বলেছে, মর্মান্তিক ঘটনার জন্য দায়ী সবাইকে জবাবদিহির আওতায় আনতে হবে। কানাডা সব সময়ই একটি শান্তিপূর্ণ সমাধান এবং মানবাধিকার রক্ষার পক্ষে কাজ করে—এমন দাবি করে হাইকমিশন বলেছে, বাকস্বাধীনতা ও সমাবেশ করার অধিকার বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কানাডা বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে। জনসাধারণ যাতে তথ্যপ্রবাহে প্রবেশাধিকার পেতে পারে এবং কানাডা ও বিশ্বব্যাপী তাঁদের প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ করতে পারে, সে জন্য ইন্টারনেট পরিষেবাগুলো অবিলম্বে সম্পূর্ণরূপে পুনরায় চালু করারও আহ্বান জানায় কানাডা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন