News71.com
 Bangladesh
 28 Jul 24, 09:27 AM
 40           
 0
 28 Jul 24, 09:27 AM

নাশকতাকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান॥ আট দিনে ছয় হাজারের বেশি গ্রেপ্তার

নাশকতাকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান॥ আট দিনে ছয় হাজারের বেশি গ্রেপ্তার

 

নিউজ ডেস্কঃ কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে পুলিশের ওপর হামলা, স্থাপনা ভাঙচুর, সরকারি কাজে বাধা দেওয়াসহ সহিংসতার অভিযোগে গত আট দিনে ছয় হাজারের বেশি সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় করা পাঁচ শতাধিক মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্র এ তথ্য জানিয়েছে এদিকে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফরম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরো দুই সমন্বয়ককে ব্যক্তিগত নিরাপত্তা দিতে গতকাল হেফাজতে নিয়েছে ডিবি। তাঁরা হলেন সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ। পুলিশ ও বিভিন্ন সূত্র বলেছে, এ পর্যন্ত যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের বেশির ভাগ বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মী।

গ্রেপ্তারকৃতদের বেশির ভাগ ব্যক্তিকে দেশের বিভিন্ন কারাগারে পাঠানো হয়েছে। অনেককে রিমান্ডে এনে চলছে জিজ্ঞাসাবাদ। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্র জানায়, এ পর্যন্ত ঢাকায় ২০৯টি মামলায় দুই হাজার ৫৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সারা দেশে গ্রেপ্তার এটাই সর্বোচ্চ।এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে গ্রেপ্তার করা হয়েছে ২৫২ জনকে। ঢাকার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। গতকাল বিকেলে ধানমণ্ডির সাতমসজিদ রোডসংলগ্ন ৫/এ অবসর ভবনে একটি বাসায় ছাত্রশিবিরের আস্তানায় অভিযান চালায় ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। এ ছাড়া ঢাকার আটটি ক্রাইম বিভাগের সব থানায় সন্দেহভাজনদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন