News71.com
 Bangladesh
 30 Jul 24, 09:50 AM
 40           
 0
 30 Jul 24, 09:50 AM

হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বুধবার সমাবেশের ডাক গণতন্ত্র মঞ্চের॥

হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বুধবার সমাবেশের ডাক গণতন্ত্র মঞ্চের॥

 

নিউজ ডেস্কঃ কোটা আন্দোলন দমনে নৃশংস হত্যাকাণ্ডের বিচারসহ সরকারের পদত্যাগের দাবিতে আগামী বুধবার প্রতিবাদ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। এদিন সকাল ১১টায় রাজধানীর পুরানা পল্টন মোড়ে এ সমাবেশ হওয়ার কথা রয়েছে। আজ সোমবার রাজধানীর তোপখানা রোড়ে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে মঞ্চের নেতা বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক এ কর্মসূচি ঘোষণা করেন।

দাবিগুলো হচ্ছে, দ্রুত কারফিউ প্রত্যাহার, সশস্ত্র বাহিনী, বিজিবিসহ বিশেষ বাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেয়া, ইন্টারনেট পুরোপুরি চালু, গণমাধ্যমের ওপর সরকারি হস্তক্ষেপ প্রত্যাহার, আন্দোলনকারী ছাত্র-জনতার উপরে গুলি, হত্যার পরিকল্পনাকারি, নির্দেশদাতা ও বাস্তবায়কারিদের বিচারের আওতায় নিয়ে আসা, গ্রেপ্তারকৃত বিরোধী নেতা-কর্মী ও শিক্ষার্থীদের মিথ্যা মামলা প্রত্যাহার ও তাদের মুক্তি, গোয়েন্দা বাহিনী কর্তৃক তুলে নেয়া আন্দোলনকারী নেতাদের মুক্তি, সকল শিক্ষা প্রতিষ্ঠান চালু, ঢাকাসহ সারাদেশে ব্লক রেইড বন্ধ করাসহ শিক্ষার্থীদের দাবিসমূহ। সংবাদ সম্মেলনের রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, জেএসডির শহিদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন