News71.com
 Bangladesh
 31 Jul 24, 12:59 PM
 50           
 0
 31 Jul 24, 12:59 PM

৬ সমন্বয়কের মুক্তি চেয়ে দায়েরকৃত রিটের আদেশ আজ হচ্ছে না॥

৬ সমন্বয়কের মুক্তি চেয়ে দায়েরকৃত রিটের আদেশ আজ হচ্ছে না॥

 

নিউজ ডেস্কঃ ডিবি হেফাজত থেকে কোটা সংস্কার আন্দোলনের ৬ সমন্বয়ককে মুক্তি এবং আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে রিটের আদেশ আজ হবে না। এক বিচারপতি অসুস্থতার কারণে ছুটিতে থাকায় এ মামলার শুনানি হবে না। প্রধান বিচারপতির দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে। বুধবার সকালে সংশিষ্ট আদালতের ওই বিচারপতি প্রধান বিচারপতির কাছে অসুস্থতার কারণে ছুটি নেন। আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা ও কোটাবিরোধী আন্দোলনের ৬ জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর-আল-মতিন এবং আইনুন্নাহার সিদ্দিকা। আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, পুলিশের মহাপরিচালক, সেনা বাহিনীর প্রধান, নৌ বাহিনীর প্রধান ও বিমান বাহিনীর প্রধানকে বিবাদী করা হয়েছে রিটে। এ বিষয়ে আজ আদেশ দেওয়ার কথা ছিল। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার শুনানি শেষে এ কথা জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন