News71.com
 Bangladesh
 02 Aug 24, 06:04 PM
 35           
 0
 02 Aug 24, 06:04 PM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে আজ প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল॥

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে আজ প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল॥

 

নিউজ ডেস্কঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ শুক্রবার ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ কর্মসূচি ঘোষণা করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল কাদের। বিবৃতিতে বলা হয়, ‘গণহত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে শুক্রবার মসজিদে জুমার নামাজ শেষে দোয়া, শহীদদের কবর জিয়ারত, মন্দির, গির্জাসহ সব উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন এবং জুমার নামাজ শেষে ছাত্র-জনতার গণমিছিল অনুষ্ঠিত হবে।’

এর আগে গতকাল দেশজুড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অনলাইন ও অফলাইনে ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা সড়কে নেমে আসেন, সড়ক-দেয়াল রাঙান লাল রঙে, বিক্ষোভ মিছিল করেন। তাঁদের সঙ্গে যোগ দিয়েছিলেন শিক্ষক, আইনজীবী, বিনোদন ও সাংস্কৃতিক জগতের মানুষেরাও। এ ছাড়া অনলাইনে হ্যাশট্যাগ দিয়ে ‘জুলাই ম্যাসাকার’ এবং ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ পোস্টের মাধ্যমে নির্যাতনের ভয়ংকর দিন-রাতগুলোর স্মৃতিচারণা, শহীদ ও আহতদের পরিবার ও সহপাঠীদের স্মৃতিচারণা করা হয়।এর আগে গত বুধবার বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষ থেকে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করা হয়। এদিন রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় আদালত অভিমুখে পদযাত্রা করেন শিক্ষার্থীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন