News71.com
 Bangladesh
 02 Aug 24, 06:04 PM
 45           
 0
 02 Aug 24, 06:04 PM

সহিংসতা দমনে বাংলাদেশে তাজা গুলির ব্যবহার দেখে জাতিসংঘের নিন্দা॥

সহিংসতা দমনে বাংলাদেশে তাজা গুলির ব্যবহার দেখে জাতিসংঘের নিন্দা॥


নিউজ ডেস্কঃ বাংলাদেশে সাম্প্রতিক সময়ে তাজা গুলির ব্যবহার হতে দেখে এর নিন্দা জানিয়েছে জাতিসংঘ। গত বুধবার রাতে নিউ ইয়র্কে এক ব্রিফিংয়ে বাংলাদেশ নিয়ে এক প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ কথা জানান। ব্রিফিংয়ে প্রশ্নোত্তর পর্বে একজন সাংবাদিক বলেন, সম্প্রতি বাংলাদেশে অন্তত তিনজন সাংবাদিক নিহত হয়েছেন। আরো অনেকে গ্রেপ্তার হয়েছেন দাবি করে ওই সাংবাদিক বলেন, তাঁর সহকর্মী সাঈদ খান কোথায় তা কেউ জানে না।

জবাবে মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, ‘আমরা বাংলাদেশে যে তাজা গুলির ব্যবহার হতে দেখেছি, তার নিন্দা জানিয়েছি। বাংলাদেশ বা অন্য যেকোনো স্থানে হোক, সরকারগুলোকে জনগণের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানোর অধিকার এবং সাংবাদিকদের বিনা বাধায় স্বাধীনভাবে দায়িত্ব পালনের অধিকারের সুরক্ষা দেওয়া প্রয়োজন।’ নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের ব্রিফিংয়ে বাংলাদেশে কোটা আন্দোলন ঘিরে সংঘাত, সহিংসতা ও হতাহতের ঘটনা তদন্তে জাতিসংঘের সহযোগিতা নেওয়ার বিষয়ে প্রশ্ন ওঠে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন