News71.com
 Bangladesh
 02 Aug 24, 09:54 PM
 56           
 0
 02 Aug 24, 09:54 PM

নিজ গ্রামে বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য পিসি রায়ের ১৬৩ তম জন্মবার্ষিকী পালিত॥

নিজ গ্রামে বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য পিসি রায়ের ১৬৩ তম জন্মবার্ষিকী পালিত॥

অর্ঘ্য মল্লিক॥ আজ ২ আগস্ট বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৩ তম জন্মবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায় খুলনার পাইকগাছা উপজেলার বাড়ুলী গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর জন্মভিটায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা-কয়রার সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান। সকাল ১০ টায় তিনি প্রয়াত এই মহান বিজ্ঞানীর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ।

এরপর খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন-র সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, খুলনা জেলা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক লভলী ইয়াসমিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনন্দ মোহন বিশ্বাস, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাইকগাছার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন