News71.com
 Bangladesh
 02 Aug 24, 10:41 PM
 43           
 0
 02 Aug 24, 10:41 PM

সারা দেশে বিজিবির টহল জোরদার॥

সারা দেশে বিজিবির টহল জোরদার॥

 

নিউজ ডেস্কঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আজ শুক্রবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে গণমিছিল করেছেন আন্দোলনকারীরা। এতে একাধিক স্থানে সংঘর্ষ, ভাঙচুর এবং গুলিবিদ্ধের খবর পাওয়া গেছে। হবিগঞ্জে এক পথচারী নিহত হয়েছেন। এদিকে আগামীকাল শনিবার বিক্ষোভ এবং পরদিন রবিবার থেকে ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। ফলে দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে রাজধানীসহ সারা দেশে বিজিবি টহল জোরদার করা হয়েছে। বিজিবি সূত্রে জানা গেছে, রাজধানীর সচিবালয়, আগারগাঁও, ডিপ্লোম্যাটিক জোন, শাহবাগ জাতীয় জাদুঘর, কাকরাইল মোড়, নাইটিঙ্গেল মোড়, উত্তরা, মতিঝিল শাপলা চত্বর, সায়েন্সল্যাব, নীলক্ষেত, মোহাম্মদপুর-বসিলা এলাকায় টহল জোরদার করেছে বিজিবি। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সতর্ক অবস্থায় মোতায়েন ও টহলে থাকবে বিজিবি। এদিকে আগামী রবিবার (৪ আগস্ট) থেকে লাগাতার ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন