News71.com
 Bangladesh
 02 Aug 24, 10:46 PM
 36           
 0
 02 Aug 24, 10:46 PM

ছাত্র আন্দোলনে উত্তাল খুলনা॥ সহিংসতায় পুলিশ সদস্য নিহত, আহত ৩০

ছাত্র আন্দোলনে উত্তাল খুলনা॥ সহিংসতায় পুলিশ সদস্য নিহত, আহত ৩০


অর্ঘ্য মল্লিক॥ কোটা সংস্কারের আন্দোলকারী শিক্ষার্থী ও পুলিশের মধ্যে আজ শুক্রবার খুলনায় তিন দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পৃথক স্থানে এসব সংঘর্ষের ঘটনা ঘটে। খুলনার জিরো পয়েন্ট, গল্লামারী মোড় এবং খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় সংঘর্ষ চলাকালে রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় সুমন মৃধা নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এছাড়াও ২০ থেকে ২৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দিয়েছে।


বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মোজাম্মেল হক। তিনি জানান, সংঘর্ষের সময় সুমন মৃধা নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন এবং আরও ৩জন গুরুতর আহত হয়েছে। এদিকে, দফায় দফায় সংঘর্ষ চলাকালে শিক্ষার্থী পথচারী ও পুলিশ সদস্যসহ অন্তত ৩০ আহত হয়েছেন।ছাত্র-জনতার গণমিছিলকে কেন্দ্র করে সংঘর্ষের সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। অপরদিকে, ছাত্ররাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, বিকেল থেকে সংঘর্ষের পর সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সিরাজুল ইসলাম (৬০), শাহরিয়ার নীরব (২৪), আবির (২৪), মিজান (৪৮), ফাইয়াস (২৩), রবিনা (৩২), নাবিল (২৪), মিজান (৩২), সৌরভ (২৩), শেখ তানিক (২২), মিতু (২১), তানিয়া (১৯), রাবেয়া সুলতানা (২৩) হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে কয়েক জনের শরীরে রাবার বুলেট ও শর্টগানের ছররা গুলি লেগেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন