News71.com
 Bangladesh
 03 Aug 24, 09:53 AM
 41           
 0
 03 Aug 24, 09:53 AM

সারা দেশে ১৪ দিনে প্রায় সাড়ে ১০ হাজার গ্রেপ্তার॥

সারা দেশে ১৪ দিনে প্রায় সাড়ে ১০ হাজার গ্রেপ্তার॥

 

নিউজ ডেস্কঃ কোটা সংস্কার আন্দোলনে সবচেয়ে বেশি উত্তপ্ত ছিল রাজধানীর যাত্রাবাড়ী এলাকা। ১৯ থেকে ২১ জুলাই দফায় দফায় সংঘর্ষে এখানকার প্রধান সড়কসহ বিভিন্ন গলিতে দুই পুলিশ সদস্যসহ ৩৩ জন নিহত হয়। এদের মধ্যে দুই পুলিশ সদস্যসহ চারজনকে পিটিয়ে হত্যা করা হয়। অন্য ২৯ জন আন্দোলনের আড়ালে সন্ত্রাসীদের গুলিবর্ষণে নিহত হয়েছে।অন্যদিকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে সহিংসতার অভিযোগে গত ১৪ দিনে প্রায় সাড়ে ১০ হাজার সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। সরকারি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গতকাল শুক্রবার পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় করা পাঁচ শতাধিক মামলায় এদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন