News71.com
 Bangladesh
 03 Aug 24, 09:54 AM
 50           
 0
 03 Aug 24, 09:54 AM

সরকারের নির্দেশে ছুটির দিনে জামিন পেল ৮০ এইচএসসি পরীক্ষার্থী॥

সরকারের নির্দেশে ছুটির দিনে জামিন পেল ৮০ এইচএসসি পরীক্ষার্থী॥


নিউজ ডেস্কঃ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের বিশেষ উদ্যোগে গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও ৮০ জন এইচএসসি পরীক্ষার্থী জামিন পেয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগের ৫৫ জন, চট্টগ্রাম বিভাগের ১৬ জন, খুলনা বিভাগের ছয়জন এবং রংপুর বিভাগের তিনজন শিক্ষার্থী রয়েছে। আইন মন্ত্রণালয় জানায়, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান সহিংসতা ও নাশকতামূলক ঘটনার পরিপ্রেক্ষিতে হওয়া মামলায় গ্রেপ্তার এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষার কথা বিবেচনা করে আইনমন্ত্রী তাদের জামিনের বিশেষ উদ্যোগ নেন। এ জন্য তিনি শিক্ষার্থীদের দ্রুত জামিন দেওয়ার ব্যাপারে উদ্যোগী হতে সারা দেশের প্রসিকিউশন টিমকে (রাষ্ট্রপক্ষের আইনজীবী) নির্দেশনা দেন। এই নির্দেশনার পরিপ্রেক্ষিতে গতকাল ছুটির দিনেও ঢাকার সিএমএম আদালত থেকে ৩৭ জন এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে পাঁচজন পরীক্ষার্থী জামিন পেয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন