News71.com
 Bangladesh
 04 Aug 24, 03:21 PM
 43           
 0
 04 Aug 24, 03:21 PM

আন্দোলনকারীদের নতুন কর্মসূচি॥সোমবার সমাবেশ, মঙ্গলবার ‘লংমার্চ টু ঢাকা’

আন্দোলনকারীদের নতুন কর্মসূচি॥সোমবার সমাবেশ, মঙ্গলবার ‘লংমার্চ টু ঢাকা’

 

নিউজ ডেস্কঃ সোমবার (৫ আগস্ট) রাজধানীর শাহবাগে শ্রমিক সমাবেশ এবং শহিদ মিনারে নারী সমাবেশের ঘোষণা দিয়েছে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’। এছাড়া, মঙ্গলবার (৬ আগস্ট) সারাদেশ থেকে ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা দিয়েছেন তারা। রোববার (৪ আগস্ট) দুপুরে এক বিবৃতিতে এ তথ্য জানান নাহিদ ইসলাম। বিবৃতিতে বলা হয়: আগামীকাল (৫ আগস্ট) ‌‌‌‌সারাদেশে শহীদ স্মরণে শহীদ হওয়ার স্থানসমূহে শহীদ স্মৃতিফলক উন্মোচন করবে আন্দোলনকারীরা। এছাড়া ঢাকায় সকাল ১১টায় শাহবাগে শ্রমিক সমাবেশ এবং বিকেল ৫টায় শহীদ মিনারে নারী সমাবেশ করবে আন্দোলনকারীরা। পরশু (৬ আগস্ট) কর্মসূচি প্রসঙ্গে নাহিদ ইসলাম জানান, ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ছাত্র-নাগরিক-শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান করা হয়েছে। ঢাকামুখী লংমার্চের জন্য ‘ছাড়তে হবে ক্ষমতা ঢাকায় আসো জনতা’ শীর্ষক একটি স্লোগান ঠিক করেছেন আন্দোলনকারীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন