News71.com
 Bangladesh
 05 Aug 24, 10:20 PM
 49           
 0
 05 Aug 24, 10:20 PM

বাংলাদেশে গণতন্ত্র নিশ্চিতে দ্রুত পদক্ষেপ প্রয়োজন॥যুক্তরাজ্য

বাংলাদেশে গণতন্ত্র নিশ্চিতে দ্রুত পদক্ষেপ প্রয়োজন॥যুক্তরাজ্য


নিউজ ডেস্কঃ বাংলাদেশে গণতন্ত্রের বিজয় নিশ্চিতে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে জানিয়েছে যুক্তরাজ্য। আজ বেলা আড়াইটার দিকে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কেইর স্টারমারের মুখপাত্র লন্ডনে সাংবাদিকদের বলেন, 'গত কয়েক সপ্তাহে বাংলাদেশে আমরা যে সহিংসতা দেখেছি, তা নিয়ে প্রধানমন্ত্রী খুবই হতাশ। আশা করি, গণতন্ত্রের বিজয় নিশ্চিত করতে এবং বাংলাদেশের মানুষের নিরাপত্তা ও শান্তিকে ত্বরান্বিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। '

তিনি আরও বলেন, 'ছাত্র, শিশু ও আইন প্রয়োগকারী কর্মকর্তাসহ মানুষের প্রাণহানি একদমই অগ্রহণযোগ্য। শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারকে অবশ্যই সুরক্ষিত রাখতে হবে এবং কখনোই সহিংসতার শিকার হতে দেওয়া যাবে না। কর্তৃপক্ষের কাছে আমরা আহ্বান জানাই, সকল শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের যেন মুক্তি দেওয়া হয় এবং যারা অভিযুক্ত ও বিচারের সম্মুখীন হয়েছেন তাদের ক্ষেত্রে যেন যথাযোগ্য প্রক্রিয়া অনুসরণ করা হয়। '

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন