News71.com
 Bangladesh
 07 Aug 24, 09:48 PM
 44           
 0
 07 Aug 24, 09:48 PM

বর্তমান বাস্তবতায় ড. ইউনূসের বিকল্প নেই॥জাপা চেয়ারম্যান জিএম কাদের

বর্তমান বাস্তবতায় ড. ইউনূসের বিকল্প নেই॥জাপা চেয়ারম্যান জিএম কাদের


নিউজ ডেস্কঃ জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, দেশের বর্তমান বাস্তবতায় ড. ইউনূসের বিকল্প নেই। রাষ্ট্রপতির সঙ্গে শিক্ষক প্রতিনিধিসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও তিন বাহিনী প্রধানের বৈঠকে দেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নাম চূড়ান্ত হওয়ায় স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছে জাতীয় পার্টি। দেশের বর্তমান বাস্তবতায় ড. ইউনূসের বিকল্প হয় না বলেও জানিয়েছে দলটি।

বুধবার (৭ আগস্ট) জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এক বিবৃতিতে অধ্যাপক ড. ইউনূসকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন। একইসাথে ড. ইউনূসের সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেছেন তিনি। নোবেল বিজয়ী বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ ড. ইউনূসের নাম প্রস্তাব করায় বৈষম্যবিরোধী ছাত্র অন্দোলনের নেতৃবৃন্দকেও ধন্যবাদ জানান জাতীয় পার্টির চেয়ারম্যান। বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, জীবন্ত কিংবদন্তি ড. ইউনূস আমাদের অহংকারের ধন। ড. ইউনূস ক্ষুধা ও দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্র ঋণ এবং সামাজিক ব্যবসার যে ধারণা প্রবর্তন করেছেন, তা সারা বিশ্বের সামনে এক অনন্য মডেল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন