News71.com
 Bangladesh
 09 Aug 24, 10:19 PM
 58           
 0
 09 Aug 24, 10:19 PM

বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণে একসঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র॥

বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণে একসঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র॥

 

নিউজ ডেস্কঃ বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক ভবিষ্যতের রূপরেখা নির্ধারণে অন্তর্বর্তীকালীন সরকার ও ড. ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করতে প্রস্তুত। স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ আগস্ট) মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার এ কথা জানান। নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মিলারের কাছে সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশের জন্য ভালো দিন। নোবেল লরিয়েট প্রফেসর ইউনূস সম্প্রতি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। আপনি কি স্টেট ডিপার্টমেন্ট বা প্রেসিডেন্টের পক্ষ থেকে নতুন সরকারকে অভিনন্দন জানাচ্ছেন?

জবাবে মিলার বলেন, আমাদের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাষ্ট্রপতির ভবনে (অন্তর্বর্তীকালীন সরকারের) শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সাম্প্রতিক সহিংসতা বন্ধে ড. ইউনূসের আহ্বানকে আমরা স্বাগত জানাই। আমরা বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক ভবিষ্যতের রূপরেখা নির্ধারণে অন্তর্বর্তীকালীন সরকার ও ড. ইউনূসের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন