News71.com
 Bangladesh
 10 Aug 24, 11:48 AM
 25           
 0
 10 Aug 24, 11:48 AM

প্রধান উপদেষ্টাতে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী॥

প্রধান উপদেষ্টাতে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী॥

 

নিউজ ডেস্কঃ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শুক্রবার (৯ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ শুভেচ্ছা জানান তিনি। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার ভেরিফায়েড ফেসবুক পোষ্টে লিখেছেন, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ায় আমি তাকে আন্তরিক অভিনন্দন জানাই। তিনি তার বিশাল অভিজ্ঞতা ও প্রজ্ঞা দিয়ে জাতিকে প্রতিশ্রুতিবদ্ধভাবে সঠিক পথে পরিচালিত করবে।

বাংলাদেশে যে একটি নতুন সূর্য উদিত হয়েছে, তার প্রাণশক্তি এবং দৃষ্টি নবোদ্যমে একটি নতুন দিন নিয়ে আসবে। আমি মহান বাঙালি চিত্রশিল্পী-কবি-দার্শনিক রবীন্দ্রনাথ ঠাকুরের অমর বাণী স্মরণ করিয়ে দিচ্ছি: ‘যেখানে মন তোমার দ্বারা এগিয়ে যায়। নিরন্তর প্রসারিত চিন্তা এবং কর্মের মধ্যে; সেই স্বাধীনতার স্বর্গে, আমার পিতা, আমার দেশ জাগ্রত হোক।’ ইতিহাসের এই গুরুত্বপূর্ণ মুহুর্তে, আমি বাংলাদেশের জনগণের প্রতিটি সাফল্য এবং উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন