News71.com
 Bangladesh
 10 Aug 24, 10:01 PM
 23           
 0
 10 Aug 24, 10:01 PM

অর্থনীতির গতি বাড়ানোসহ জীবন-জীবিকার মান উন্নয়নে জন্য চেষ্টা করবো॥ সালেহ উদ্দিন আহমেদ

অর্থনীতির গতি বাড়ানোসহ জীবন-জীবিকার মান উন্নয়নে জন্য চেষ্টা করবো॥ সালেহ উদ্দিন আহমেদ

 

নিউজ ডেস্কঃ সব মানুষের জীবন এবং জীবিকার মান উন্নয়নে জন্য আমরা যথাসম্ভব চেষ্টা করবো বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘আমি মনে করি অর্থনীতির গতি মন্থর হয়ে গেছে। এটার গতিটা আমরা বাড়াবো। আমরা চাচ্ছি সমতাভিত্তিক, ন্যায্যতা নিশ্চিত করতে। মানুষের আয়ের সংস্থান বাড়ুক, বাজারে মূল্যস্ফীতি কমুক।’ শনিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সালেহ উদ্দিন আহমেদ বলেন, ‘কিছু কিছু লোক সিলেক্টেড, তারাই খালি তোষামোদ করে। আপনারা একটু প্রো-অ্যাকটিভ হবেন। আমাদের সাজেশন দেবেন। আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলাম, যখনই কিছু বলতাম বলত স্যার আমরা সব করে ফেলব। এরকম রিঅ্যাকটিভ হলে তো কাজ হবে না। এ অভিজ্ঞতা আমার হয়েছে।’

ব্যাংকিং কমিশন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি সংস্কারের আগে ব্যাংকের ওপর আস্থার বিষয়গুলো বাংলাদেশ ব্যাংকের সব কার্যক্রম চালু হোক তারপর। এখন ইমিডিয়েট এটি করতে গেলে তো অন্য সব কাজ বন্ধ হয়ে যাবে।’মূল্যস্ফীতি নিয়ে তিনি বলেন, ‘মূল্যস্ফীতির ক্ষেত্রে আমাদের ক্ষুদ্র অর্থনীতি ছাড়াও এতোদিন কিছু ভুল ছিল। উন্নয়ন কৌশল নীতির সুফল কিন্তু মানুষ পায়নি। আমরা চাচ্ছি সমতাভিত্তিক, ন্যায্যতা নিশ্চিত করতে। মানুষের আয়ের সংস্থান বাড়ুক, বাজারে মূল্যস্ফীতি কমুক। সব মানুষের জীবন এবং জীবিকার জন্য আমরা যথাসম্ভব চেষ্টা করব।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন