News71.com
 Bangladesh
 10 Aug 24, 10:02 PM
 31           
 0
 10 Aug 24, 10:02 PM

জনবিক্ষোভে ঢাবি উপাচার্যসহ সাত হলের প্রভোস্টের পদত্যাগ॥

জনবিক্ষোভে ঢাবি উপাচার্যসহ সাত হলের প্রভোস্টের পদত্যাগ॥

 

নিউজ ডেস্কঃ পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল। এছাড়া সাতটি হলের প্রভোস্টও পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে। শনিবার (১০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগ পত্র জমা দেন মাকসুদ কামাল। তিনি গণমাধ্যমকে বলেন, বিষয়টি নিয়ে গতকাল শুক্রবার রাতে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টার সঙ্গে আমার আলোচনা হয়েছে। স্বাভাবিক সৌজন্যতার জায়গা থেকেই আমি এই আলোচনা করেছি। আমার পদত্যাগপত্র আগেই তৈরি ছিল। আমার মনে হয়েছে শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের স্বার্থেই আমার পদত্যাগ করা দরকার। এর আগে গত বছরের ৪ নভেম্বর ২৯তম উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক ড. মাকসুদ কামাল। অপরদিকে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বিজয় একাত্তর হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, রোকেয়া হল এবং শামসুন নাহার হলের প্রভোস্ট পদত্যাগ করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন