News71.com
 Bangladesh
 11 Aug 24, 10:14 AM
 44           
 0
 11 Aug 24, 10:14 AM

বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগ॥ শেষ মুহূর্তেও সালমান এফ রহমানকে দিলেন বিশেষ সুবিধা

বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগ॥ শেষ মুহূর্তেও সালমান এফ রহমানকে দিলেন বিশেষ সুবিধা

নিউজ ডেস্কঃ পদত্যাগ করেছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম। আজ শনিবার রাত ১১টার পর আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খানের কাছে তিনি তাঁর পদত্যাগপত্র পাঠিয়েছেন। এ বিষয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খানের সঙ্গে যোগাযোগ করলে তিনি বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতে সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিএসইসির চেয়ারম্যান তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত অসুবিধার কথা উল্লেখ করেছেন। পদত্যাগপত্র পাওয়ার পর এখন নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিবলী রুবাইয়াত–উল–ইসলামের বিরুদ্ধে শেয়ারবাজারে নানা অনিয়মের বিস্তর অভিযোগ রয়েছে। এসব অভিযোগের পাশাপাশি বিনিয়োগ আকর্ষণের নামে বিদেশি রোড শো করার কারণে তিনি ব্যাপকভাবে সমালোচিত ছিলেন। শেয়ারবাজারে কারসাজিকারকদের নানাভাবে সহায়তা করতেন কারসাজির মাধ্যমে শেয়ারের দাম বাড়াতে। এ ছাড়া তাঁর প্রশ্রয়ে শেয়ারবাজারে একটি চক্র গড়ে ওঠে। যাঁরা নানাভাবে সুযোগ–সুবিধা পেতেন শেয়ারবাজার থেকে অর্থ লোপাটে। পদত্যাগের আগে গত বৃহস্পতিবার তিনি সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো লিমিটেডের ফ্লোর প্রাইস প্রত্যাহারের আদেশ জারি করেন। বাজার–সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সালমান এফ রহমানকে শেয়ার বিক্রি করে টাকা তুলে নেওয়ার সুবিধা করে দিতেই কার্যালয়ে না এসেও বাসায় বসে তিনি এ আদেশ জারি করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন