News71.com
 Bangladesh
 11 Aug 24, 10:17 AM
 45           
 0
 11 Aug 24, 10:17 AM

আইন মন্ত্রনালয়ে ৫ জরুরী সিদ্ধান্ত॥ আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার

আইন মন্ত্রনালয়ে ৫ জরুরী সিদ্ধান্ত॥ আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার


নিউজ ডেস্কঃ সন্ত্রাস দমন আইন এবং সাইবার নিরাপত্তা আইনে করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারসহ পাঁচটি সিদ্ধান্ত নিয়েছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।গতকাল শনিবার আইন মন্ত্রণালয়ে অন্তর্বর্তীকালীন সরকারের আইন ও বিচার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সভা করেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। ওই সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। গত বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তীকালীন সরকারের শপথের পর গতকাল তিনি প্রথম মন্ত্রণালয়ে আসেন।

সভায় নেওয়া বাকি চার সিদ্ধান্ত হলো– গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলন দমন করতে যেসব ফৌজদারি মামলা হয়েছে, সেগুলো আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হবে। জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমন করার জন্য যেসব হত্যাকাণ্ড ঘটেছে, এর সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার ব্যবস্থা করা। শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্রে যেসব শিশু-কিশোর মিথ্যা মামলায় আটক আছে, তাদের তিন কর্মদিবসের মধ্যে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। আইন ও বিচার বিভাগের ১৬৪৩০ (জাতীয় হেল্পলাইন) নম্বরে মিথ্যা ও হয়রানিমূলক মামলার ক্ষেত্রে সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন