News71.com
 Bangladesh
 11 Aug 24, 09:32 PM
 17           
 0
 11 Aug 24, 09:32 PM

ইলিশ মাছ আগে দেশের মানুষ ইলিশ পাবে, পরে রপ্তানি॥ মৎস্য ও প্রানীসম্পদ উপদেষ্টা

ইলিশ মাছ আগে দেশের মানুষ ইলিশ পাবে, পরে রপ্তানি॥ মৎস্য ও প্রানীসম্পদ উপদেষ্টা

নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দেশের মানুষ ইলিশ পাবে না, আর বিদেশে রপ্তানি হবে, এটা হতে পারে না। আগে দেশকে গুরুত্ব দিতে হবে। পরে রপ্তানি করা হবে। দেশের মানুষ যাতে ইলিশ মাছ পায় এবং দাম কমে, সেই উদ্যোগ নেয়া হবে। রবিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন তিনি। ফরিদা আখতার বলেন, ‘ডিম, দুধ, মাছ ইত্যাদি জিনিসপত্রের দাম কমাতে হবে। পারবেন কিনা, পরের কথা; দায়িত্ব হলো দাম কমানোর। বাজার সিন্ডিকেট ও চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম বেড়ে যায়। এ সিন্ডিকেট ভাঙতে হবে।’

এই উপদেষ্টা বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে সব খাদ্যপণ্য ভেজালমুক্ত করতে হবে। সেইসঙ্গে বাজারে পণ্যের সরবরাহ বাড়ালে দাম কমে আসবে। এজন্য সরবরাহ বাড়াতে হবে।’ ‘ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে সকল খাদ্যপণ্য ভেজালমুক্ত করতে হবে। সেইসঙ্গে বাজারে পণ্যের সরবরাহ বাড়ালে দাম কমে আসবে। এজন্য সরবরাহ বাড়াতে হবে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন