News71.com
 Bangladesh
 11 Aug 24, 09:34 PM
 88           
 0
 11 Aug 24, 09:34 PM

ভারত-চীন-যুক্তরাষ্ট্রসহ সবার সঙ্গেই ভালো সম্পর্ক চাই॥ পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন

ভারত-চীন-যুক্তরাষ্ট্রসহ সবার সঙ্গেই ভালো সম্পর্ক চাই॥ পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন


নিউজ ডেস্কঃ পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেছেন, আমাদের সবার সঙ্গে ভারসাম্য বজায় রাখতে হবে। ভারত, চীন ও যুক্তরাষ্ট্রসহ সব দেশের সঙ্গেই আমরা ভালো সম্পর্ক চাই। রোববার (১১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে করেন এম তৌহিদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

এক প্রশ্নের উত্তরে এম তৌহিদ হোসেন বলেন, আমরা সবার প্রথমে দেশে স্থিতিশীলতা আনতে চাই। তারপর পরিস্থিতি বোঝা যাবে। সে অনুযায়ী নির্বাচনের মাধ্যমেই এ সরকার সরে যাবে। আমরা বিভিন্ন খাতে সংস্কার আনতে চাই। তবে দেশকে স্বর্গ বানিয়ে যেতে পারব না। আশা করি, পথ দেখিয়ে দিতে পারব। এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, বিদেশিদের যে কনসার্ন, তা আমাদেরও কনসার্ন। আমরাও তাই চাই, দেশে কোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যেন না ঘটে। দেশে সহিংসতার ঘটনা ঘটেছে। তবে রাজনৈতিক বা ধর্মীয় কোনো কারণেই যেন সহিংসতা না হয়। কোনোভাবেই মেনে নেয়া যাবে না। সোমবার সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠকে বসবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন