News71.com
 Bangladesh
 12 Aug 24, 09:45 PM
 52           
 0
 12 Aug 24, 09:45 PM

প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন জরুরী॥গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন জরুরী॥গণশিক্ষা উপদেষ্টা


নিউজ ডেস্কঃ প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন করা এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেছেন, ‘এক সময় আমাদের সাক্ষরতার হার খুব কম ছিল। এদিক দিয়ে অনেক উন্নতি হয়েছে, আমাদের অবকাঠামোগত অনেক উন্নতি হয়েছে। ফলে সাক্ষরতার হার বেড়েছে। আমাদের শিশুরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাচ্ছে। কিন্তু এই মুহূর্তে আমাদের প্রয়োজন প্রাথমিক শিক্ষার মানের উন্নয়ন করা। যেন আমাদের শিশুরা সুনাগরিক হিসেবে গড়ে ওঠে।’ আজ সোমবার দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয় ও অধীনস্থ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়কালে উপদেষ্টা এ কথা বলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন