News71.com
 Bangladesh
 13 Aug 24, 10:43 PM
 57           
 0
 13 Aug 24, 10:43 PM

প্রতিমন্ত্রীর নির্দেশেই ইন্টারনেট শাটডাউন করা হয়েছিল॥তদন্ত প্রতিবেদন

প্রতিমন্ত্রীর নির্দেশেই ইন্টারনেট শাটডাউন করা হয়েছিল॥তদন্ত প্রতিবেদন

 

নিউজ ডেস্কঃ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের মৌখিক নির্দেশে মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট শাটডাউন করা হয়েছিল বলে উঠে এসেছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিবেদনে। এ ঘটনা তদন্তে গঠিত তদন্ত কমিটি মঙ্গলবার (১৩ আগস্ট) এসংক্রান্ত প্রতিবেদন দাখিল করে।

এতে বলা হয়, গত ১৫ থেকে ১৬ জুলাই মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত ও ৫ আগস্ট ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ ও চালু করার বিষয়টি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রশাসনিক অনুমোদন ছাড়াই সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের মৌখিক নির্দেশে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মো. মহিউদ্দিন আহমেদের নির্দেশনায় সম্পন্ন করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন