নিউজ ডেস্কঃ প্রবাসী বাংলাদেশিদের সংশ্লিষ্ট দেশে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সরবরাহের ক্ষেত্রে সংবিধান, আইন ও বিধি-বিধান যথাযথভাবে পালনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডি শাখার সহকারী পরিচালক মুহাঃ সরওয়ার হোসেনের সই করা এক পরিপত্রের মাধ্যমে সম্প্রতি ওই নির্দেশনা দেয় সংস্থাটি। এতে বলা হয়েছে, প্রবাসে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের জাতীয় পরিচয় নিবন্ধন ও ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে বাংলাদেশের সংবিধান, নাগরিকত্ব আইন, ভোটার তালিকা আইন, জাতীয় পরিচয় নিবন্ধন আইন এবং এ সংক্রান্ত সব বিধিবিধান যথাযথভাবে প্রতিপালন করতে হবে।